মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলায় আপিল বিভাগে যুক্তি উপস্থাপন শুরু করেছেন আসামীপক্ষের আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। এর আগে গত ১ জুলাই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এতে ৪ অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যৃদন্ডাদেশ বহাল রাখার দাবি জানায় রাষ্ট্রপক্ষ।উল্লেখ্য, ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের ৪ অভিযোগে মৃত্যৃদন্ডাদেশ, ৩ অভিযোগে ২০ বছর এবং ২ অভিযোগে ৫ বছর করে কারাদন্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।এএইচ/পিআর
Advertisement