নাটোরের বনলতা সেন। বাংলা সাহিত্যের ‘শুদ্ধতম কবি’ নামে খ্যাত জীবনানন্দ দাশের অমর সৃষ্টি নারী চরিত্র। অন্যদিকে বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদ সৃষ্টি করেছেন কালজয়ী এক চরিত্র হিমু।বাঙালির কাছে এই দু’টি চরিত্রই তুমুল জনপ্রিয় এবং আগ্রহের। দু’টি চরিত্র তৈরি হয়েছিলো বেশ কিছু প্রজন্মের ব্যবধানে। সেই ব্যবধান দূরে সরিয়ে এবার মুখোমুখি হলেন বনলতা সেন ও হিমু।শুধু কী তাই! শান্তির খোঁজে বনলনার সাক্ষাতে হিমুর সঙ্গে ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের শেষ অধিপতি লর্ড ক্লাইভ, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ। বাদ ছিলোনা প্রেমের জন্য অমর চন্ডীদাস ও দেবদাসও। সবাই এক মঞ্চে হাজির হয়েছিলেন সময়-কালকে বুড়ো আঙুল দেখিয়ে!কী পাঠক, অবাক হচ্ছেন তো। অবাক হওয়ারই বিষয়। তবে আসছে ঈদ উপলক্ষে নির্মিত লিটু সোলায়মানের রচনা ও পরিচালনায় `সকল চরিত্র কাল্পনিক` নামক অনুষ্ঠানটিতে ফিরে এসেছেন এরা সবাই-সেটাও একসাথে! আসছে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বৈশাখী টিভির পর্দায় ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।অভিনেতা সাজু খাদেমের উপস্থাপনায় `সকল চরিত্র কাল্পনিক` অনুষ্ঠানে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন নাট্যাভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ, অঞ্জন আইচ, অসীম সাহা, মনোজ সেনগুপ্তসহ আরও অনেকে।এলএ
Advertisement