মন্ত্রীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম। রোববার সংসদের মুলতবি অধিবেশনে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
Advertisement
তিনি বলেন, মন্ত্রীরা শুধু কথায় কথায় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে। মাননীয় স্পিকার, তাহলে মন্ত্রীরা কি করেন? এসময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সড়ক ও সেতু যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং রেলপথমন্ত্রী মুজিবুল হক বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করেন। সম্প্রতি লেভেল ক্রসিংয়ে সংঘটিত ট্রেন দুর্ঘটনা এবং অবৈধভাবে রেলওয়ের জমি উদ্ধার প্রসঙ্গে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে বলেন, রেলওয়ের অবৈধ দখলকৃত উদ্ধার করবেন কি না এবং রেলওয়ে ক্রসিংগুলোতে লোক নিয়োগ দেবেন কি না? সম্পূরক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, মাননীয় সদস্য যে সম্পূরক প্রশ্ন করেছেন এবং ওনি যে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার কথা বলেছেন। সেখানে কোন বৈধ রেলক্রসিং ছিল না। যদি এই দুর্ঘটনা বৈধ রেল ক্রসিংয়ে হতো তাহলে এর দায় দায়িত্ব সংশ্লিষ্টদের হতো। যাই হোক দুঘটনা দুর্ঘটনাই। এটা আমাদের কাম্য নয়। একথা সত্যি বহুদিন ধরে অনেক জায়গায় রেলক্রসিংয়ে লোক নাই। এই সমস্যা সৃষ্টি হয়েছিল বিগত চারদলীয় জোট শাসনামলে। এসমস্যা সংকট নিরসনে আমারা দুটি প্রকল্প হাতে নিয়েছি। একনেকের এ প্রকল্প দুটি বাস্তবায়ন হলেই উক্ত সমস্যাগুলো থাকবে না।এইচএস/এআরএস/পিআর