রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড়ের প্যারামাউন্ট হাইট ভবনে আগুনের ঘটনায় নিরাপত্তাকর্মী এবাদত ফকির (৪৫) নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ওইদিন রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।তিনি বলেন, ভবন তৈরিতে কোনো বিল্ডিং কোড মানা হয়নি। ওই ভবনে নেই পর্যাপ্ত সিঁড়ি। যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এখনো ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিলো কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাবে না।
Advertisement