আসন্ন ঈদুল ফিতরে বাসে ঘরমুখো যাত্রীদের জন্য পর্যাপ্ত টিকিট এখনো অবিক্রিত আছে বলে দাবি করছে বাস কাউন্টারের বুকিং ক্লার্করা। রোববার রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাউন্টার ঘুরে এ তথ্য জানা গেছে।এর আগে ঈদুল ফিতরকে সামনে রেখে গত ৩ জুলাই (শুক্রবার) থেকে দেশের বাস কাউন্টারগুলোতে একযোগে টিকেট বিক্রি শুরু হয়। কিন্ত একদিন শনিবার টিকিট না পাওয়ার অভিযোগ করেন অনেক যাত্রী। কিন্তু সোমবার গাবতলীতে দেখা যায় ভিন্ন চিত্র। কাউন্টারে নেই টিকেট প্রত্যাশীদের লাইন। কাউন্টারে থাকা পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ থেকে ২১ তারিখ জুলাই পর্যন্ত দেশের অভ্যন্তরের সব রুটের পর্যাপ্ত টিকিট রয়েছে। যাত্রীরা ন্যায্য মূল্যে কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন।সোহাগ পরিবহণ প্রাইভেট লিমিটেডের বুকিং ক্লার্ক মঈন উদ্দিন জাগো নিউজকে জানান, সব রুটেই টিকিট রয়েছে। গতকালও ছিল। টিকিট শেষ হয়ে যাওয়ারঅভিযোগ সঠিক নয়।দিগন্ত পরিবহণের কাউন্টার ক্লার্ক হেলাল উদ্দিন জানান, ১৩ থেকে ২১ জুলাই পর্যন্ত সাধারণ সব বাসের টিকেট রয়েছে। তবে ভলভো বাসের টিকেট শেষ। কারণ হিসেবে চাহিদা অনুযায়ী ভলভো বাসে অপর্যাপ্ততার কথা উল্লেখ করেন তিনি। হানিফ এন্টারপ্রাইজের বুকিং মাষ্টার আতাউর রহমান জানান, ১৩ থেকে ১৫ এবং ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত সব বাসের টিকেট পর্যাপ্ত রয়েছে। তবে ১৬ ও ১৭ তারিখে সব রুটের টিকেট বিক্রি হয়ে গিয়েছে।ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল ফিতরে রাজধানীর ৭০ ভাগ লোক বাইরে যাবে। তাদের বাড়ি ফেরার দুর্ভোগ এড়াতে ৩ জুলাই শুক্রবার থেকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের ৬০টির বেশি রুটে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে, বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৯ জুলাই থেকে। ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি হবে আগামী ৯ থেকে ১৩ জুলাই। এআর/এএইচ/এমএস
Advertisement