বিশ্বকাপে আকাশ ছোঁয়া সাফল্য। এরপর দেশের মাটিতে পাকিস্তানকে বাংলাওয়াশ এবং ভারতকে সিরিজ হারিয়েছে টাইগাররা। দেশের মাটিতে বাংলাদেশ দল এখন কতটা ভয়ংকর, সেটা জেনে গেছে পুরো ক্রিকেটবিশ্ব। তাই পুরোপুরি প্রস্তুত হয়েই বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ১টায় শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি২০ ম্যাচ। নিজেদের সর্বশক্তি নিয়েই আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকেও তাই দিতে হবে সামর্থ্যের পরীক্ষা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এর আগে ২টি টি২০ ম্যাচ খেলেছে। দু’টিই দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং দু’টিতেই হেরেছিল টাইগাররা। আজ প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টি২০ খেলবে দুই দল। নিজেদের মাটিতে তাই বাংলাদেশের অতীত ইতিহাস বদলানোর সুযোগ আজ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি২০ ম্যাচটি হয়েছিল ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপে। কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। পরের টি-টোয়েন্টি ম্যাচটি হয় জোহানেসবার্গে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে সেই ম্যাচটি ১২ রানে হেরেছিল টাইগাররা।২০০৭ সালের সেই ম্যাচের দক্ষিণ আফ্রিকার এ বি ডি ভিলিয়ার্স ও জেপি ডুমিনিই রয়েছেন বর্তমান স্কোয়াডে। আর টাইগারদের দলে আছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। স্বাগতিকদের আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি২০ ম্যাচটি।দক্ষিণ আফ্রিকাকে স্পিন ফাঁদেই আটকাতে চায় টাইগাররা। প্রায় ১০ মাস পর আবার জাতীয় দলে ফিরেছেন সোহাগ গাজী। আরাফাত সানির সঙ্গে একাদশে তিনিও থাকতে পারেন আজ।এছাড়া সাকিব আল হাসান ও ভারতের বিপক্ষে অসাধারণ স্পিন করা নাসির হোসেন তো আছেনই। মুস্তাফিজুর রহমানের কাটারে বিধ্বস্ত হয়েছিল ভারত। অভিষেকেই পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে চার ওভারে মাত্র ২০ রান দিয়েছিলেন। প্রথম টি২০ ম্যাচে তাই দক্ষিণ আফ্রিকাকে চমকে দেয়ার অপেক্ষায় আছেন বাংলাদেশের এই তরুণ টাইগার। এআরএস/এমএস
Advertisement