প্রবাস

মালয়েশিয়া বিএনপির সাত দিনের কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বিএনপি মালয়েশিয়ার ঘোষিত সাত দিনের কর্মসূচির আওতায় বিএনপি মালয়েশিয়া ও অঙ্গ সংগঠনের জমকালো আয়োজন সম্পন্ন হয়েছে।

Advertisement

রোববার বিকেলে কুয়ালালামপুর বুকিতবিনতাং হোটেল সলিলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। সহ-দফতর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন কোতারায়া বাংলা মসজিদের সাবেক ইমাম মাওলানা মো. মহিউদ্দিন।

বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে তারেকের ত্যাগের মূল্যায়ন করতে বাংলাদেশের জনগণ প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠিত করে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে যে নেতা সংগ্রাম করে যাচ্ছেন তার স্বদেশ প্রত্যাবর্তনের সময় হয়ে এসেছে। তারেক রহমানের জনপ্রিয়তায় বর্তমান সরকার মিথ্যাচার করছে। মালয়েশিয়া বিএনপির ঘোষিত ৭ দিনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দলের শাখা কমিটির নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, দলের সিনিয়র সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সেলিম ভূঁইয়া, সহ-সাধারণ ওয়ালিউল্লাহ জাহিদ, এস এম জাহাঙ্গির আলম, সিরাজুল ইসলাম মাহমুদ, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন।

Advertisement

বক্তব্য রাখেন প্রকাশনাবিষয়ক সম্পাদক মো. মামুন বিন আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ, যুববিষয়ক সস্পাদক মো. জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রতন তালুকদার, আপ্যায়নবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন, সহ-অর্থবিষয়ক সম্পাদক এম এ কালাম, মো. গিয়াস উদ্দিন, মো. জাকির হোসেন, আবু সাইদ বাবুল, আবুল কাশেম নয়ন, মো. রমজান আলি, শেখ মো. জালাল, বাদল আহমেদ, আবু কাওসার ভূঁইয়া, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি হাজি জাকিরুল আলম, সহ-সাধারণ সম্পাদক এস এম রহমান নিপু, তথ্য প্রযুক্তি ও আর্কাইভবিষয়ক সম্পাদক এম ফরহাদ হোসেন, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মঞ্জু খান, মজনু মুন্সি, মো. জশিম উদ্দিন সিয়ার, মো. শাহজাহান হাওলাদার, আনোয়ার হোসেন সেলিম সহ-বিএনপির শাখা কমিটি, যুবদল স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ৩ শতাধিক নেতাকর্মী।

এমআরএম/আরআইপি

Advertisement