বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার প্রতিবাদে আজ সোমবার ভোর ছয়টা থেকে শুরু হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল।গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।বিচারপতিদের অভিশংসের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এবং সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবারের এ হরতাল কর্মসূচি ঘোষণা করছে বলে সেসময় জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসেইন সাঈদীর ‘আমৃত্যু কারাদণ্ডের’ প্রতিবাদে গতকাল রোববার পালিত হয় জামায়াতে ইসলামীর ডাকা চব্বিশ ঘণ্টার দ্বিতীয় দফার হরতাল। আজ সোমবার ভোর ছয়টায় এই হরতাল শেষ হয়। এর সাথে সাথেই শুরু হবে ২০ দলের ডাকা হরতাল। ফলে একটানা ৩৬ ঘণ্টার হরতালের কবলে পড়েছে দেশ
Advertisement