বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে ভৈরব রেল স্টেশনে ৯৪৪ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়।
Advertisement
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজার সরদার শাহদাৎ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাকে সহায়তা করেন রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীসহ টিকিট কালেক্টররা।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ ও নোয়াখালী থেকে যাতায়তকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদেরকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভৈরব রেলওয়ের স্টেশন মাস্টার অমৃত লাল দাস জানান, বিনা টিকিটে রেলভ্রমণ নিরুৎসাহিত করতে যাত্রীদেরকে এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
আসাদুজ্জান ফারুক/আরএআর/আইআই