শীত এলেই আমাদের দেশের জলাশয়, বিল, হাওর, পুকুরে দেখা যায় নাম জানা অনেক পাখি। আমরা সেগুলোকে বলি অতিথি পাখি। অতিথি হলেও এরা আমাদের দেশে আসে নিজেদের জীবন বাঁচাতে।
Advertisement
সারা দেশের মতোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের জলাশয়ে এবারও এসেছে অতিথি পাখি। শীতের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে।
সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে অতিথি পাখিরা। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসে ক্লান্ত পাখিরা নামে খাবারের সন্ধানে। জলাশয়ের সবুজ প্রকৃতির মাঝে পাখিরা মিশে যায় অনায়াসে।
অতিথি পাখি দেখতে চাইলে ব্যস্ত জীবনকে পাশ কাটিয়ে সহজেই ঘুরে আসতে পারেন নির্মল প্রকৃতির এ ক্যাম্পাস থেকে। সেখানে অতিথি পাখির কলকাকলি আপনাকে ভীষণ মুগ্ধ করবে।
Advertisement
এসইউ/জেআইএম