রাজনীতি

প্রধানমন্ত্রী নন এখন তিনি সম্রাজ্ঞী : রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তিনি পার্লামেন্টেরও প্রধান, আদালতেরও প্রধান, নির্বাহী বিভাগেরও প্রধান। এখন তিনি প্রধানমন্ত্রী নন। এখন তিনি সম্রাজ্ঞী। তিনি বাদশা। তার কথা শুনতে হবে। তার কথা স্পিকারকে শুনতে হবে। তার কথা আদালতের সবাইকে শুনতে হবে। না শুনলে প্রধান বিচারপতি এস কে সিনহার মতো পরিণত হবে।’

Advertisement

সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী ঢাকা মহানগর উত্তর (কাফরুল ও ক্যান্টনমেন্ট থানা) আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘গোটা পার্লামেন্ট এখন শেখ হাসিনার অধীনস্থ। গোটা পার্লামেন্টেই শেখ হাসিনার চাকর-বাকর। বিচারপতিদের অপসারণ ও নিয়োগ যদি পার্লামেন্ট থেকে হয় তাহলে তার (শেখ হাসিনার) ইচ্ছার বাইরে তার সিদ্ধান্তের বাইরে কি বিচারপতি নিয়োগ হবে?’

আমরা আজকে দুঃসময় অতিক্রম করছি দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘ভয়ঙ্কর অন্ধকারের তামাশার মধ্যে আমরা পড়ে আছি। এমন একটি দেশ যারা সত্য কথা বলে, ন্যায়ের কথা বলে, যারা আইনের কথা বলে তারা কারাগারে যায়। তাদের নামে মিথ্যা মামলা, হাজার হাজার মামলা।’ রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে মঞ্চে সন্ত্রাসীরা বক্তব্য রাখে। সাজাপ্রাপ্ত আসামিদের জেলখানায় থাকার কথা। যারা আইন প্রয়োগ করবে তাদের সঙ্গে বক্তব্য রাখে। আর বেগম খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হাজিরা দিতে হচ্ছে মিথ্যা মামলায়। তার অপরাধ, কেন উনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন।’

Advertisement

সাবেক এ ছাত্রনেতা বলেন, ‘আজকে এক ব্যক্তির দুঃশাসন নিষ্ঠুর নির্দয় দুঃশাসনের মধ্যে দিনাতিপাত করছি। দুঃশাসন থেকে সুশাসন অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসতে হলে গণতন্ত্রেকে পুনরুদ্ধার করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরো বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

এমএম/জেডএ/আরআইপি

Advertisement