আন্তর্জাতিক

নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোদি

গুজরাটে নির্বাচনী প্রচারণা শুরু করেছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফা ভোটের ঠিক ১০ দিন আগে সোমবার সকালেই কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজা দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।

Advertisement

গুজরাটে বিধানসভা নির্বাচন হবে আগামী ৯ এবং ১৪ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তিনি ৩০ টিরও বেশি স্থানে নির্বাচনী জনসভা করবেন বলে বেজিপি সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণার জন্য গুজরাটে গেছেন তিনি। গুজরাটে এর আগের নির্বাচনে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেই প্রচারণা চালাতেন।

২০০১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদি। তার আগেই প্রবল ভূমিকম্পে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী কেশুভাই পাটেলের ভাবমূর্তি খারাপ হতে শুরু করে। পাটেলকে সরিয়ে মোদি মুখ্যমন্ত্রী হন সে সময়।

Advertisement

ছয় মাসের মধ্যে মোদি বিধানসভা উপ-নির্বাচনে জিতেছিলেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত গুজরাটেরই মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

নিজের রাজ্যেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন তিনি। আনন্দবাজার।

কেএ/আরআইপি

Advertisement