সমবায়ের নামে প্লট, ফ্লাট, পণ্য বিপণন, স্বাস্থ্য ও শিক্ষার নামে যত্রতত্র ব্যবসায়িক প্রকল্প বন্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় সমবায় ইউনিয়ন। শনিবার রাজধানীর আগারগাঁও সমবায় অধিদফতরের সম্মেলন কক্ষে ৯৩তম আন্তর্জাতিক সমবায় দিবস ২০১৫ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।সভায় বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন এর সভাপতি শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের সাংসদ মো. ইসরাফিল আলম ও সমবায় অধিদফতর এর নিবন্ধক মো. মফিজুল ইসলাম।সমবায় অধিদফতর ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘ইক্যুয়ালিটি’। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধোত্তর বাংলাদেশ পুনর্বাসনে সমবায়ের খাতকে যেভাবে কাজে লাগিয়েছিলেন ঠিক একইভাবে বর্তমান সরকারের স্বপ্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরে সমবায় খাতকে কাজে লাগাতে হবে।আর এ লক্ষ্যে সমবায়ের খাত থেকে ভূইঁফোড় ও ষড়যন্ত্রকারীদেরকে বিতারিত করতে হবে। পাশপাশি প্রকৃত সমবায়ীদের জীবন মান উন্নয়নে সমবায়ী নেতাদের এগিয়ে আসতে হবে। বক্তারা সমবায় বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের ও সমবায়ী সদস্যদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।এসআই/এসএইচএস/আরআইপি
Advertisement