দেশজুড়ে

গুদামে গম তুলতে দিল না এমপি

খুলনা থেকে আসা ১৪ ট্রাক গম কুষ্টিয়ার কুমারখালী খাদ্য গুদামে ঢুকতে দেয়নি স্থানীয় সংসদ সদস্য আব্দুর রউফ। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে আসা ১৪ ট্রাক গম কুমারখালী খাদ্য গুদামে নামানো শুরু হয়।  বিদেশ থেকে আমদানিকৃত এই গম নিম্নমানের ও খাবার অনুপযোগীর অভিযোগে এসময় সংসদ সদস্য আব্দুর রউফ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে খাদ্য গুদামে ঢোকার সময় তা আটকে দেন।  এসময় নিম্নমানের গম নেওয়ার কারণে স্থানীয় জনগণও খাদ্য গুদামের কর্মকর্তাদের উপর উত্তেজিত হয়ে ওঠে। এমপি আব্দুর রউফ জানান, আমার চোখের দেখায় এই গম অতি নিম্নমানের হওয়ায় তা কুমারখালী খাদ্য গুদামে ঢুকতে দেওয়া হয়নি।

Advertisement

তিনি বলেন, এই গম ফেরত পাঠানো হবে।  পরীক্ষা নিরিক্ষা ছাড়া আর যায় হোক অন্তত কুমারখালী খাদ্য গুদামে এই গম ঢুকতে দেওয়া যাবে না। কুমারখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল আলম জানান, স্থানীয়ভাবে কেনা গম আমরা মান যাচাই করি।  তবে বিদেশ থেকে আমদানিকৃত এই গম কেন্দ্রীয়ভাবে পরীক্ষা হয়েই আসে।  আর এই গম খুলনা থেকে ডিও’র মাধ্যমে এসেছে।

এখানে তার কিছু করার নেই জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে নিয়মমাফিক আসা এই গমকে আমার খাদ্য গুদামে ঢোকাতে হবে। সংসদ সদস্য’র বাধা’র বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো, তাদের নির্দেশনা মতে কাজ করা হবে।আল-মামুন সাগর/এমএএস/আরআইপি

Advertisement