প্রবাস

শারজাহ বঙ্গবন্ধু পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শারজাহ মোবারক সেন্টারের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Advertisement

সংগঠনের আহ্বায়ক আমির হোসেন ও সদস্য সচিব এম এ তাহের ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোছলেম উদ্দিন আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী, এস এম নুরুল ইসলাম, নুর নবী রওশন, আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান ও মুহাম্মদ ওসমান।

বক্তব্য রাখেন, মুহাম্মদ ইউছুফ মিয়া, নুরুল আবছার, আরশাদ হোসেন হিরু, আহমদ আলী জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার মোরশেদ চৌধুরী, লায়ন নজরুল ইসলাম তালুকদার, এস এ মুনির, হামিদ আলী, হাফেজ শফিকুর রহমান, শাহিন টিটু, শেখ মোছলেম উদ্দিন মিলন, রিজওয়ানুল হক সোহেল, শেখ হুমাইয়ুন কবির, মুনির গাজি প্রমুখ।

Advertisement

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ এবং স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রাসেল আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোছলেম উদ্দিন বলেন, আমরা নিজেরা যদি নিজেদের ক্ষতি না করি, তা হলে পৃথিবীর কেউ আওয়ামী লীগের ক্ষতি করতে পারবে না। আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।

অনুষ্ঠানে এনামুল হক, মুহাম্মদ হাছান দেলোয়ার, মহি উদ্দিন, আবদুল মান্নান, জসিম উদ্দিন পলাশ, জাহাঙ্গীর আলম, দিদার আলম, শাহ পরান, কবি আবদুস সামাদসহ দুবাই, আজমান ও ফুজিরা বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আহাম্মেদ আলী জাহাঙ্গীরকে সভাপতি, এম এ তাহের ভূঁইয়াকে সাধারণ সম্পাদক, শেখ মোছলেন উদ্দিন মিলনকে সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার মোরশেদ চৌধুরী ও লায়ন নজরুল ইসলাম তালুকদারকে সিনিয়র সহ-সভাপতি করে ১১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

Advertisement

এমএমজেড/এমএস