জাতীয়

লালবাগ কেল্লার ভেতরে বাগান তৈরির আহ্বান

লালবাগ কেল্লার ভেতরে বাগান তৈরির আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দােলন (পবা)। পাশাপাশি প্রাচীরটির পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হলে বিশেষজ্ঞের মাধ্যমে নির্মাণ করা প্রয়োজন বলে মনে করছে তারা।শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রীন মাইন্ড সোসাইটি, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বিভিন্ন সামাজিক সংগঠনের একটি দল সর্বশেষ অবস্থা জানার জন্য ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা এই আহ্বান জানান। পরিদর্শন শেষে তারা জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কেল্লার প্রাচীরের ভেঙ্গে ফেলা অংশ পুনঃনির্মাণ করছে। তবে প্রাচীরে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হলে আগের উপকরণ ব্যবহার করা প্রয়োজন।পাশাপাশি দ্রুততার সাথে ভিতরের বাগান তৈরির আহ্বান জানান তারা। কেল্লা পরিদর্শনে শেষে তারা আরো জানান, প্রাচীরটির দুইপাশে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে মাঝে ইট দিয়ে নির্মাণ করার কাজ চলছে। এছাড়া কেল্লার ভেতরে যে পার্কিং অবকাঠামো নির্মাণ করা হচ্ছিল তা এখনও পূর্বের অবস্থায় বহাল রয়েছে। প্রাচীরটির পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হলে বিশেষজ্ঞের মাধ্যমে নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন পরিদর্শক দল।এছাড়া অতিসত্ত্বর এর ভেতরে যে পার্কিং অবকাঠামো রয়েছে তা ভেঙ্গে সেখানে পুনঃরায় বাগান তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন। সেটিও দ্রুততার সঙ্গে বাস্তবায়ন হবে বলে পরিদর্শন দল আশাবাদ ব্যক্ত করেন।পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খানের নেতৃত্বে পরিদর্শন দলে স্থানীয় মহিলা কমিশনার আলেয়া পারভীন রনজু, গ্রীন মাইন্ড সোসাইটের মহাসচিব আমির হাসান, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার মারুফ হোসেন, প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান লিটু প্রমূখ অংশগ্রহণ করেন। এমএম/আরএস/আরআইপি

Advertisement