মুক্তির মাত্র এক মাসের মধ্যেই মঞ্চে প্রদর্শিত হতে যাচ্ছে মহেশ ভাটের রচনায় নির্মিত হামারি আধুরি কাহানি। তবে মহেশ ভাটের অন্য দুটি ছবি ‘ড্যাডি’ ও ‘অর্থ’ রুপালি পর্দায় মুক্তি পাওয়ার অনেক পরে মঞ্চস্থ হয়।কিন্তু এ ছবির ক্ষেত্রে তেমনটি হচ্ছে না। ছবিটি মুক্তি পেয়েছে এখনো এক মাসও হয়নি, এর মধ্যেই তা মঞ্চে উপস্থাপনার তোড়জোড় শুরু হয়ে গেছে।জানা যায়, মঞ্চে পরিচালকের ভূমিকায় থাকবেন পুরস্কার বিজয়ী পরিচালক-অভিনেতা হ্যাপি রণজিৎ। ছবিতে প্রধান চরিত্রে ছিলেন ইমরান হাশমি ও বিদ্যা বালান। মঞ্চে মুখ্য চরিত্রে দেখা যাবে অন্য এক ইমরানকে। তিনি ইমরান জাহিদ। এর আগে ভট্ট ক্যাম্পের মঞ্চ পরিবেশনা- যেমন ‘ড্যাডি’ ও ‘অর্থ’-এ ইমরান জাহিদকে দেখা গেছে। বিদ্যার চরিত্রের জন্য এখনো অভিনেত্রীর খোঁজ চলছে বলে জানিয়েছেন পরিচালক হ্যাপি রণজিৎ।উল্লেখ্য, মহেশ ভাট ও সুহৃতা সেনগুপ্তের লেখা ‘হামারি আধুরি কহানি’ নামের গল্পের বই এ বছরের শুরুতেই হাতে পেয়েছেন পাঠকরা। সে দিক থেকে ‘হামারি আধুরি কাহানি’ এমনই এক উদাহরণ যা একই বছরে বই, সিনেমা ও মঞ্চে দেখা যাবে প্রথমবারের মতো।আরএএইচ/এলএ/আরআই
Advertisement