দেশজুড়ে

চট্টগ্রামে ঘাট শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

চট্টগ্রাম চেম্বারের সাথে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করেছে ঘাট শ্রমিকরা। শনিবার সকালে চিটাগাং চেম্বারে মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর ঘাট শ্রমিকরা এ সিদ্ধান্ত নেয়।ঘাট গুদাম শ্রমিকরা গত কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল। কর্মবিরতির কারণে কর্ণফুলীর বিভিন্ন ঘাটে এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত জাহাজ থেকে লাইটারেজ এ পণ্য খালাস বন্ধ থাকায়  জাহাজ জটের সৃষ্টি হয়েছে।বৈঠকে বিস্তারিত আলোচনার পর শ্রমিকদের মজুরি ৯০ কেজি বস্তা প্রতি ১ টাকা এবং ৫০ কেজি বস্তা প্রতি ৫০ পয়সা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর হবে বলে নেতারা জানান। আমদানি ও রপ্তানিকারক, ঘাট কন্ট্রাক্টর ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সিদ্ধান্ত মেনে পণ্য উঠানামা কার্যক্রম নির্বিঘœ রাখতে স্থানীয় সাংসদ ও চেম্বার নেতৃবৃন্দ সবার প্রতি আহবান জানান।বৈঠকে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ, চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, শ্রমিক নেতা সফর আলী, ঘাট কন্ট্রাক্টরদের পক্ষে আবুল হাসেম ও আবু তৈয়ব, চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ এর পক্ষে মোহাম্মদ ইদ্রিসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসআইএস/আরআই

Advertisement