কাওড়াকান্দি-শিমুলিয়ায় স্পিডবোট দুর্ঘটনায় নাজমুল আলম (৩৫) নামের এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাঠাঁলবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত নাজমুল আলম নড়াইলের লোহাগাড়া উপজেলার রামকান্তপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। নাজমুল পিলখানায় কর্মরত ছিলেন। এ ঘটনায় আরো একজন নিখোঁজ এবং পাঁচ যাত্রী আহত হয়েছেন। শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার কাঠাঁলবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পদ্মা নদী থেকে তার মরেদহ উদ্ধার করে। নিহত নাজমুল রহমান শুক্রবার দুপুরে দুর্ঘটনা কবলিত স্পিডবোটের যাত্রী ছিলেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে রওয়ানা দেন বলে তার পরিবার জানায়।উল্লেখ্য, শুক্রবার দুপুরে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি বোটের ২৮জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও দু`জন যাত্রী নিখোঁজ হন। একেএম নাসিরুল হক/এআরএ/পিআর
Advertisement