দেশজুড়ে

গোবিন্দগঞ্জে আদিবাসীদের মানববন্ধন

গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অধিগ্রহণকৃত ১হাজার ৮শ ৪০ একর জমি ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী ও বাঙালি নারী-পুরুষ । শনিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ ইক্ষু খামারের ভূমি উদ্ধার কমিটির সভাপতি শাকিল আকন্দ বুলবুল, সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বক্তারা বলেন, মহিমাগঞ্জ রংপুর চিনিকলের প্রয়োজনে এক সময় আদিবাসীসহ অন্যদের জমি অধিগ্রহণ করা হয় । সে সময় চুক্তিতে বলা হয়েছিল, কখনো আখ চাষ না করা হলে ওই সব জমি সাবেক মালিকদের ফেরত দেয়া হবে। বর্তমানে ওই সব জমিতে আখ চাষ করা হচ্ছে না। ফলে আদিবাসীদের বঞ্চিত করে একটি প্রভাবশালী মহলকে অন্যায়ভাবে লিজ দেওয়ার চক্রান্ত চালানো হচ্ছে বলে বক্তারা জানান।  অমিত দাশ/এসএস/আরআইপি

Advertisement