বিনোদন

পণ্যের মানের জন্যে শিল্পীরা দায়ী নন

বেশ কিছুদিন আগেই ম্যাগির বিজ্ঞাপনে অংশগ্রহণ করার কারণে আইনি নোটিশ পাঠানো হয়েছিল অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে। এবার সে বিষয়ে মুখ খুললেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘উৎপাদিত পণ্য স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ, তা নিশ্চিত করা একমাত্র সংস্থার দায়িত্ব।’বলিউডের এ গ্ল্যামার গার্ল আরো বলেন, ‘পণ্যের বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের সময় যে সমস্ত আইনি প্রক্রিয়ার সাহায্য নেয়া হয়, তা সত্য কি-না, সেটা দেখার দায়ও সংস্থারই। আর যখন সংস্থাগুলো খোদ সরকারের অনুমোদনে চলে, তখন তো কোনোভাবেই অভিনেতা-অভিনেত্রীদের দোষী করা যায় না।’উল্লেখ্য, ৩২ বছর বয়সী প্রিয়াঙ্কা বর্তমানে ইউনিসেফ-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন। ভারতের মধ্যপ্রদেশের ভূপালে রক্ত স্বল্পতা প্রতিরোধ ও পুষ্টি সংক্রান্ত একটি আলোচনায় জাঙ্ক ফুড এবং একটি নির্দিষ্ট পণ্য নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এসব মন্তব্য করেন।  আরএএইচ/এলএ/আরআইপি

Advertisement