দেশজুড়ে

কালীগঞ্জ বাসস্ট্যান্ডে আবর্জনার স্তূপ : পথচারীদের দুর্ভোগ

গাজীপুরের কালীগঞ্জের প্রধান বাসস্ট্যান্ডের পার্শ্বে রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের কোণে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এতে একদিকে যেমন পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে ময়লা-আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। জানা যায়, ২০১০ সালের ডিসেম্বর মাসে কালীগঞ্জকে পৌরসভা ঘোষণা করার পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় প্রায় পাঁচ বছর ধরে কাঁচাবাজার ও পৌরসভার বিভিন্ন এলাকার আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এছাড়া ফল বিক্রেতাসহ অন্যান্য ব্যবসায়ীরা এসব জায়গায় আবর্জনা ফেলছেন। এতে বাসস্ট্যান্ড এলাকা সব সময়ই আবর্জনার স্তূপ পড়ে থাকছে। স্থানীয়দের অভিযোগের পরও পৌর কর্তৃপক্ষের কোনো মাথা ব্যাথা নেই। পৌর কর্তৃপক্ষ উল্লেখিত জায়গাটিতে ময়লা-আবর্জনা ফেলার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও জারি করছে না। আর এ কারণে প্রতিদিন আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীদের নাকে রুমাল চেপে চলাচল করতে হচ্ছে। কালীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তদবীরুর রহমান জানান, বিষয়টি জন সাধারণের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই যত দ্রুত সম্ভব পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।   কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান বলেন, বিকল্প জায়গা না থাকা এবং সচেতনতার অভাবে এ ঘটনা ঘটছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ব্যবস্থা করে জন দুর্ভোগ পরিত্রাণের ব্যবস্থা করা হবে। আব্দুর রহমান আরমান/এআরএ/আরআইপি

Advertisement