বিশ্বকাপে আকাশ ছোঁয়া সাফল্য। এরপর পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং ভারতকে সিরিজ হারিয়েছে টাইগাররা। তাই আসন্ন দ.আফ্রিকা সিরিজের আগে আত্মবিশ্বাসে বলীয়ান টাইগার অধিনায়ক মাশরাফি।শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতিহাস বা পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাস দিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা ভালো খেলতে চাই।তিনি আরও বলেন, আমাদের দলের বোলাররা ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। টি২০তে যেকোনো দল ২শ’র ওপরে রান করলে সেই রান তাড়া করা খুব কষ্ট হয়ে যায়। আমারা যদি তাদের ১৬০ কিংবা ১৭০ এর মধ্যে আটকে রাখতে পারি তাহলে আমাদের একটা সুযোগ তৈনি হবে।ভারত সিরিজের উদাহরণ টেনে তিনি আরো বলেন, ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আমরা ৩০৭ রান করেছিলাম।এটা অনেক বড় স্কোর নয়। কিন্তু দেখেন, ওই ম্যাচে কিন্তু বোলাররাই আমাদের জিতিয়েছেন। আমাদের ব্যাটিং অবশ্যই ভালো। কিন্তু বোলারদের ওপরই আমাদের নির্ভর করতে হবে।এদিকে গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে হেরেছে বিসিবি একাদশ।এমআর/আরআইপি
Advertisement