আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ে ঘরের মাঠে টানা ১১তম জয় তুলে নিলো মরিনহোর শিষ্যরা।
Advertisement
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে চাপ সৃষ্টি করে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগও পায় দলটি। তবে ফরোয়ার্ডদের সঙ্গে প্রতিপক্ষ গোলরক্ষক দারুণ কয়েকটি সেভ করে স্বাগতিকদের হতাশ করেন।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। অবশেষে ম্যাচের ৫৮ মিনিটে ব্রাইটনের ডিফেন্ডার লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে লিড পায় ইউনাইটেড। ডি-বক্সের বাইরে থেকে ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের শট ডাঙ্কের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।
এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে কমিয়ে এনেছে ইউনাইটেড। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। এক ম্যাচ কম খেলা সিটির পয়েন্ট ৩৪।
Advertisement
দিনের অপর ম্যাচে লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি। আর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে করেছে টটেনহ্যাম হটস্পার।
এমআর/জেআইএম