জাতীয়

ইতালিতে দ্রুত চলছে এমআরপির কাজ

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে রোম দূতাবাসে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (icao) বেঁধে দেয়া সময় ২৪ নভেম্বরের মধ্যেই আন্তর্জাতিক রুটে ভ্রমণ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে রোম দূতাবাস। এ জন্য শুক্রবার পর্যন্ত নতুন সময়সূচিতে অতিরিক্ত চার ঘণ্টা করে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।গ্রাহকদের দ্রুত সেবা প্রদান করতে নতুন একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। এর ফলে এমআরপি প্রত্যাশিত গ্রাহকরা তার ইচ্ছে অনুযায়ী সময় নির্ধারণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। নতুন ওয়েবসাইটে (dembassyrome.eu5.org) গ্রাহকরা শুক্রবারের পরে পূর্ণাঙ্গ সেবা পাবেন বলে জানান রাষ্টদূত মোহাম্মদ শাহাদাত হোসেন।এমআরপি আবেদনকারীদের সাক্ষাৎকারের ১০ দিন পূর্বে www.passport.gov.bd এই সাইটে ফরম পূরণ করে তার প্রিন্ট কপি দূতাবাসে নিতে বলা হয়েছে।এ প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নুতন এ পদ্ধতিতে কাজ করার ফলে ইতালি প্রবাসীরা আগামী নভেম্বরের মধ্যেই এমআরপি পেয়ে যাবের। এমনিভাবে ৬০ হাজার প্রবাসীর পেন্ডিংয়ে থাকা এমআরপির কাজ সম্পন্ন হবে। অন্যদিকে আন্তর্জাতিক রুটে ভ্রমণ নিশ্চিত হবে।বিএ/আরআই

Advertisement