খেলাধুলা

ইনজুরিতে মাঠের বাইরে আমির

ঘরোয়া ক্লাব সুই সাউর্দান গ্যাসের হয়ে টি২০ ম্যাচ খেলতে গিয়ে পায়ের আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। আঙ্গুলে চিড় ধরায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আমিরকে। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন সুই সাউর্দান গ্যাসের ম্যানেজার সাঈদ মোহাম্মদ।এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে স্পট ফিক্সিং করার অভিযোগে আমিরকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী আগষ্টে। তাই আগামী সেপ্টেম্বরে জাতীয় দলে ফেরার লক্ষ্য নিয়ে নিজেকে ফিট করছিলেন তিনি। সেই লক্ষ্যে গেল কয়েক মাস যাবত অনেকগুলো ম্যাচও খেলেছেন আমির।তেমনই ঘরোয়া লিগে টি-২০ টুর্নামেন্টে সুই সাউর্দান গ্যাসের হয়ে মাঠে নামেন আমির। ম্যাচ চলাকালীন, সতীর্থ খেলোয়াড়ের থ্রো ধরতে না পারায় বল গিয়ে আঘাত হানে আমিরের পায়ের আঙ্গুলে। পরে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ব্যাথা পাওয়া পায়ের আঙ্গুলে চিড় ধরেছে। তাই তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে আমিরকে।এ ব্যাপারে ম্যানেজার সাঈদ মোহাম্মদ বলেন, খেলা চলাকালীন সতীর্থের থ্রো করা বলে পায়ের আঙ্গুলে ব্যাথা পান আমির। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার পায়ের আঙ্গুলে ফাটল ধরেছে। এজন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আমিরকে। সেপ্টেম্বরে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হলো। পাকিস্তানে ঘরোয়া আসরে সর্বশেষ সুপার এইট টি-২০ আসরে রাওয়ালপিন্ডি রামস-এর হয়ে খেলেছেন আমির। সেখানে চার ম্যাচে অংশ নিয়ে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।আর পাকিস্তানের হয়ে ১৪টি টেস্ট, ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-২০ ম্যাচ খেলেছেন আমির। টেস্টে ৫১, ওয়ানডেতে ২৫ ও টি-২০ ম্যাচে ২৩ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী আমির।এমআর/আরআইপি

Advertisement