বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশ শনিবার ওই ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বুধবার রাত ৮টার দিকে ওই ছাত্রী একাকী মোরেলগঞ্জ উপজেলার মালমগাছা গ্রামে তার চাচার বাড়ি থেকে পার্শ্ববর্তী গ্রামে দাদার বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে মালমগাছা গ্রামের মৃত জবি খাঁর ছেলে হায়দার খাঁ (৪৫) ওই ছাত্রীটিকে নারিকেল বাগানে নিয়ে মুখ বেঁধে কয়েক দফা ধর্ষণ করে। রাত ২টা পর্যন্ত ছাত্রীটির ওপর নির্যাতন চালানো হয়। রাত ৩টার দিকে ছাত্রীর চাচা তার ভাতিজিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। তবে মামলার আসামি হায়দার খাঁ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। শওকত আলী বাবু/এসএস/এমএস
Advertisement