আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে আনসারুল্লাহর দুই সদস্যের ছবি প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপনে থাকা আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যের ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তারা হলেন স্বপন বিশ্বাস ওরফে তামিম এবং নয়ন গাজি ওরফে আরিফুল।

Advertisement

শুক্রবার কলকাতার লালবাজার এসটিএফের ডিসি মুরলি ধর শর্মা এই দুইজনসহ উমার ফারুক ওরফে মাহি নামে আরেকজনের ছবি প্রকাশ করেন।

মুরলি ধর শর্মা জানান, এই দুইজনকে শেষবার হাওড়ার ডবশন রোডে একটি গেস্ট হাউজে দেখা গেছে। গত ১ অক্টোবর তারা ওই গেস্ট হাউজে ওঠেন। সেখানে তিন দিন থাকার পর অন্যত্র চলে যান তারা। সেখানকার সিসিটিভি ফুটেজে তাদের ছবি রয়েছে।

অপর দিকে, উমার ফারুকের কোনো হদিশ মেলেনি এখনো। কলকাতেই কোথাও আস্তানা ফারুক আস্তানা গেঁড়েছিল বলে ধারণা এসটিএফের। উত্তর ২৪ পরগনার বাসিন্দা পরিচয় দিয়ে তারা গেস্ট হাউজে ওঠেন বলে জানিয়েছে এসটিএফ।

Advertisement

বিএ/আরআইপি