আন্তর্জাতিক

মিসরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিস্ফোরণে নিহত ৪

মিসরের রাজধানী কায়রোয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রোববার এক বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছেন। এর মধ্যে দুই জন পুলিশ সদস্য।এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট (আইএস) এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার ঘটনা প্রায়ই ঘটছে। প্রথম দিকে সিনাই উপদ্বীপে পুলিশ ও সেনাবাহিনীর ওপর হামলা করা হতো। এখন সিনাই ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তাকর্মীরা এই ধরনের হামলার শিকার হচ্ছেন।ইসলামি জঙ্গিরা এর আগে বলেছে, ব্রাদারহুডের শত শত নেতাকর্মীকে হত্যা ও আটকের বদলা নিতেই তারা এই ধরনের হামলা চালাচ্ছে। সূত্র : বিবিসি।

Advertisement