জাতীয়

শোভাযাত্রায় বর্ণিল অ্যাপ্রোনে নার্সরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ‘বিশ্ব ঐতিহ্য’ স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সরা।

Advertisement

দুপুর সোয়া ১টার দিকে দেখা যায়, বর্ণিল পোশাকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের অপেক্ষা করছেন তারা। সাদা অ্যাপ্রোনের সঙ্গে কারও পরনে গোলাপী, কারও গাঢ় সবুজ আবার কারও বা সাদা ক্যাপ পরিহিত।

উদ্যানের ভেতরে ফাঁকা থাকলেও ওয়ান টু ওয়ান তল্লাশির মাধ্যমে প্রবেশ করানোর ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। প্রবেশপথে রোভার স্কাউট ও পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থেকে সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে সহায়তা করছেন। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও ক্লান্তি বা অভিযোগ নেই কারও।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে একাধিক নার্স বলেন, যে উদ্যানে জাতির পিতা ভাষণ দিয়ে বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন সেখানে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। নিরাপত্তার কারণে কিছুটা কষ্ট হয়েছে।

Advertisement

এমইউ/বিএ/আরআইপি