বাসের অগ্রিম টিকিট কিনতে শুক্রবার ভোর থেকে গাবতলী বাস কাউন্টারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলেও শনিবারের চিত্র পুরোটাই ভিন্ন। ভিড় নেই বললেই চলে। তবে থেমে নেই টিকিট বিক্রি। সরেজমিনে দেখা গেছে, শুক্রবার কাউন্টারে যে ভিড় লক্ষ্য করা গেছে, তার ছিটেফোটাও নেই। তবে ঈদে ফেরা মানুষের টিকিট কেনা থেমে নেই। সকাল থেকে কম বেশি বিক্রি হচ্ছে টিকিট। তবে সংশ্লিষ্ট বাস কাউন্টার কর্তৃপক্ষ বলছে, ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের টিকিট শেষ। ১৩ তারিখ সকাল থেকে ও ১৭ তারিখ বিকেলের পরের সময়ের টিকিট পাওয়া যাচ্ছে। গাবতলী এসআর বাস কাউন্টারের সামনে একজন হাক ছেড়ে বলছেন ‘শুধু মাত্র ১৩ ও ১৭ তারিখের টিকিট পাওয়া যাচ্ছে। অন্য তারিখে টিকিট পেতে আগ্রহীরা অযথা বিরক্ত করবেন না।’ শনিবার দুপুর পৌনে ২টার দিকে এসআর কাউন্টারের টিকিট বিক্রেতা হারুনুর রশিদ জানান, শুক্রবার চরম ভিড় ছিল। সবার মধ্যে টিকিট পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কা ছিল। শুক্রবারই অধিকাংশ রুটের ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের টিকিট শেষ হয়ে যায়। তবে আজ যারা ভিন্ন দিনে যেতে আগ্রহী শুধু তাদেরকেই টিকিট সরবরাহ করা হচ্ছে। তবে শ্যামলী পরিবহন কাউন্টার থেকে বলা হচ্ছে সব রুটের টিকিট পাওয়া যাচ্ছে। ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের বাসে পেছনের দিকের বেশ কিছু টিকিট এখনো অবিক্রিত রয়েছে। শ্যামলী পরিবহনের ম্যানেজার (ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং) মন্টু কুমার ঘোষ বলেন, আমাদের এখনো বেশ কিছু টিকিট বিক্রি বাকি রয়েছে। ১৩, ১৪ ও ১৭ তারিখের টিকিট পাওয়া যাচ্ছে। তবে ১৫ ও ১৬ তারিখের অধিকাংশ টিকিট বিক্রির কথা জানান তিনি। হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের টিকিট বিক্রেতা বাবু মিয়া জানান, সকাল থেকে নির্বিঘ্নে টিকিট বিক্রি করছেন তারা। শুক্রবারের ন্যায় নেই দীর্ঘ লাইন। নেই যাত্রীদের অভিযোগও। শ্যামলী পরিবহনের ন্যায় হানিফ পরিবহনেও মিলছে ১৩, ১৪ ও ১৭ তারিখের টিকিট। তবে ১৫ ও ১৬ তারিখের টিকিট নেই জানান তিনি। তবে গাবতলী বাস টার্মিনালের উত্তর ও দক্ষিণবঙ্গগামী সাকুরা, ঈগল, ডিপজল, এসকে ও কেয়া পরিবহনের কাউন্টারে এখনো টিকিট পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।জেইউ/বিএ/এমএস
Advertisement