জর্জিয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। ব্ল্যাক সি উপকূলের বৃহত্তম বাতুমি শহরের একটি হোটেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। খবর বিবিসির।
Advertisement
২২ তলা বিশিষ্ট লিওগ্র্যান্ড হোটেলে আগুন লাগার পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মিকেলাদজে বলেন, নিহতদের অধিকাংশই ধোঁয়ার কারণে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন।
ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ায় আরো ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
জর্জিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হোটেলটি থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজন তুর্কি নাগরিক এবং এক ইসরায়েলি। তবে যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
Advertisement
আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে দমকলের ১৬টি গাড়ি এবং ১শ জন দমকল কর্মী মোতায়েন করা হয়েছে।
টিটিএন/এমএস