সারাদেশের ৪৭টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়। পরে দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
Advertisement
ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা-নীলফামালী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. মোজাহার হোসেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নে মুকুল চন্দ্র রায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নে মো. রেজাউল ইসলাম তপন, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে মো. মিজানুর রহমান, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নে মো. তাকবীর হাসান, শিলমাড়িয়া ইউনিয়নে মো. সাজ্জাদ হোসেন (মুকুল), নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নে চাঁদ মাহমুদ, মাঝগাঁও ইউনিয়নে মো. খোকন মোল্লা, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এস এম রবিউল ইসলাম, নড়াইল জেলার কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নে পলি বেগম।
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে মো. আব্দুল হান্নান, কেডিকে ইউনিয়নে মো. খায়রুল বাসার, মোহনপুর ইউনিয়নে মো. সোহরাব হোসেন খাঁন, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে এস এ এম জাকারিয়া আলম, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নে মো. জামাল উদ্দিন, নীলকমল ইউনিয়নে মো. আলমগীর হাওলাদার, দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে কাজল ইসলাম তালুকদার, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নে এ টি এম আসাদুল হক (নাসির), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নে মো. রেজাউল করিম (সেলিম), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক শেক।
বুড়াইচ ইউনিয়নে আহসান উদ্দৌলা, গোপালপুর ইউনিয়নে ইনামুল হাসান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নে মোছা. মাহমুদা চৌধুরী, মৌলভী বাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে মাসুক আহমদ মাসুক, হবিগঞ্জ জেলার সদর উপজেলার ইরপুর ইউনিয়নে মো. মুখলিছ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নে হুসাইন মো. আদিল, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নে মো. আবদুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে মো. শাহিদুল ইসলাম (শাহীন), মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে আবদুর রশিদ, লাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম মজুমদার, রায়কোট দক্ষিণ ইউনিয়নে মজিবুর রহমান (মজিব), দৌলখাঁড় ইউনিয়নে হাজী আবুল কালাম ভুইয়া, জোড্ডা পশ্চিম ইউনিয়নে মো. মাসুদ রানা ভুইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়নে মো. আনোয়ার হোসেন।
Advertisement
বটতলী ইউনিয়নে এন কে এম সিরাজুল আলম, আদ্রা উত্তর ইউনিয়নে মো. তাজুল ইসলাম মজুমদার, আদ্রা দক্ষিণ ইউনিয়নে মো. আবদুল ওহাব, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে মো. আইউব আলী, দাউদকান্দি উপজেলার ইলয়টগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নে মো. মামুনুর রশিদ, বারপাড়া ইউনিয়নে মো. মনির হোসেন তালুকদার, দৌলতপুর ইউনিয়নে মো. মাকসুদুল আলম জমাদার, নোয়াখালী জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে মো. দিলদার হোসেন, নোয়াখালী ইউনিয়নে আতাউর রহমান, ধর্মপুর ইউনিয়নে খলিল মিয়া, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নে মো. আনোয়ার হোসেন।
৬ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা-পঞ্চগড় জেলার বোদা পৌরসভায় মো. ওয়াহিদুজ্জামান সুজা, দিনাজপুর জেলার বিরল পৌরসভায় মো. সবুজার ছিদ্দিক সাগর, নাটোর জেলার বনপাড়া পৌরসভায় কে এম জাকির হোসেন, রাজশাহী জেলার বাঘা পৌরসভায় মো. আক্কাছ আলী, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভায় মো. সাইফুর রহমান, জামালপুর জেলার বকশিগঞ্জ পৌরসভায় শাহীনা বেগম।
এছাড়া বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে মোছা. ফিরোজা খাতুনকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
এইউএ/আরএস