গাজীপুর মহানগরীর জরুন এলাকা থেকে লুণ্ঠিত তেলসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।গ্রেফতারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি থানার দরিচর লক্ষ্মীপুর গ্রামের ধলু সর্দারের ছেলে মাসুম সরদার (৩২), পটুয়াখালীর বাউফল থানার ইন্দ্রকুল গ্রামের কাঞ্চন আলীর ছেলে মো. বাবুল মিয়া (৪০), বাগেরহাট সদরের দেপাড়া গ্রামের সৈয়দ আলী হায়দারের ছেলে মো. মারুফ হোসেন (৫২)।গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, গত ২ জুলাই জরুন এলাকায় হাজী সেলিমের গোডাউন ভেঙে সরিষার তেল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়। পরে গাজীপুর পুলিশ ঢাকার আশুলিয়া ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত চল্লিশ টিন সরিষার তেল উদ্ধার করে। তিনি আরো জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস
Advertisement