চট্টগ্রামে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের তৃতীয় পর্ব বসেছে। কিন্তু ঘরের দল শক্তিশালী না হওয়াতেই হয়তো ওতটা প্রচার-প্রচারণা ছিল না। কিন্তু মাঠে দর্শক এসেছিল প্রচুর। আর দর্শক সমূদ্রে দাঁড়িয়ে চিটাগং ভাইকিংস করলো বিপিএলের তৃতীয় সর্বোচ্চ আর এবারের বিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ রান।
Advertisement
তিন বিদেশির কাঁধে চড়ে চিটাগং ২০ ওভার ব্যাট করে সংগ্রহ করে ৫ উইকেটে ২১১ রান। ফলে সিলেটের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২১২ রান।
অন্য দিনের মত আজও ব্যর্থ ছিলেন চিটাগংয়ের দেশি ব্যাটসম্যানেরা। কিন্তু সিলেটের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন রনকি, ফন জেল ও সিকান্দার রাজা।
সিকান্দার রাজার ঝড় যেন সাগরিকার সমূদ্রের গর্জন আর ঝড়কেও হার মানায়। মাত্র ৪৫ বলে করেন ৯৫ রান। যাতে ছিল ৬টি ছয় ও ৯টি চারের মার। মূলত তার এই অসাধারণ ইনিংসের উপর ভর দিয়েই পাহাড়সম রান দাঁড় করায় চিটাগং।
Advertisement
চিটাগংয়ের নিয়মিত অধিনায়কের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন লুক রনকি। আর আসরের শুরু থেকেই মারমুখী খেলে যাওয়া রনকি আজও করেছেন ৪০ রান। বল খরচ করেছেন মাত্র ২৫টি। এদিকে ফন জেলও ২৬ বলে তুলেছেন ৪০ রান। শেষ দিকে নাজিবুল্লাহ জাদরানের ১৯টি রানও চিটাগংয়ের সংগ্রহে বড় অবদান রাখেন।
সিলেটের বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি একাই ২টি উইকেট নিয়েছেন। আর নাসির হোসেন, আবুল হাসান ও ব্রেসনান একটি করে উইকেট নেন।
উল্লেখ্য, ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে ৪ নম্বরে রয়েছে সিলেট। আর ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান চিটাগং ভাইকিংসের।
এমএএন/এমএমআর/এমএস
Advertisement