নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকার কাছে হেরে গিয়েছিল সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। এরপর আজ (শুক্রবার) পর্যন্ত তারা খেলেছে মোট ৮টি ম্যাচ। এর মধ্যে জয় পাঁচটিতে। আর পরাজয় দুটিতে। ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনার দলটি। বিশেষ কোন এক পরিকল্পনার কারণেই বদলে গেছে খুলনার সবকিছু। যদিও সংবাদ সম্মেলনে এসে সেই পরিকল্পনা ফাঁস করতে চাইলেন না খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
Advertisement
চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলন মিডিয়ার সামনে কথা বলতে মাহমুদউল্লাহ। একে তো অধিনায়ক। তারওপর ম্যাচ সেরা। তিনি ছাড়া মিডিয়ার সামনে আর কে আসবেন! ওই সময় তার কাছে দলের নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তা অনেকটাই হেসে এড়িয়ে যান তিনি।
দলীয় পরিকল্পনা নিয়ে কিছু না বললেও আজকের ম্যাচে রংপুরের বিপক্ষে জয় তুলে নেয়ার ব্যাপারে কী পরিকল্পনা ছিল সেটা অল্প-স্বল্প বলেছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘প্ল্যানিং যেটা ছিল, সেটা বললে তো বের হয়ে যাবে। সঠিক জায়গায় বোলিং করা। ওদের স্ট্রং পয়েন্টগুলোতে বল না দেয়া। আমরা সবাই জানি ম্যাককালাম-গেইল কতটা মারমুখি। দ্রুত উইকেট নেয়া খুব জরুরি ছিল। অন্যাথায় ম্যাচটা এত ক্লোজ হতো না।’
নিয়মিত রান পাচ্ছেন মাহমুদউল্লাহ। তা নিয়েই সন্তুষ্টি প্রকাশ করেন এই ঠান্ডা মাথার ব্যাটিং অলরাউন্ডার। তিনি বলেন, ‘ভাল লাগছে যে দলের জন্য কিছু করতে পারছি। এটা বড় কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এ রকম ম্যাচগুলো অনেক জরুরি। যেমন আগের ম্যাচে আরিফ খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। তো আজকেও তাদের গ্রিপে ম্যাচটা প্রায় চলে গিয়েছিল; কিন্তু আমাদের জোফরা আর জুনায়েদ অনেক ভাল বল করেছে। এজন্য ম্যাচটা জিততে পেরেছি। ভাল লাগছে ম্যাচ জেতায়।’
Advertisement
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল রিয়াদ। সে কথাও জানালেন তিনি, ‘আত্মবিশ্বাস ছিল যে ওদের টপ অর্ডার খুব ভাল। ওদের দলে বড় বড় নাম আছে। যখন আমরা চারটা উইকেট নিয়েছিলাম, আর পাওয়ার প্লেতে যখন সবাই ভাল করছিল। মাঝে একটু ভাল বোলিং করা দরকার ছিল। আমার মনে হয়, বোলারদের যে বার্তা দিয়েছিলাম, সেটা তারা মাঝে এসে কিছুটা অনুধাবন করতে পারেনি। এদিক থেকে কিছুটা হলেও হতাশ। আমরা মনে হয়, মাঝে আরেকটু ভাল বোলিং করতে পারতাম। স্পিনাররা ভাল বল করেছেন। আফিফ আর তানভীর- ওর প্রথম ম্যাচ। সে হিসেবে অনেক ভাল বোলিং করেছে।’
ম্যাচ হারলেও রংপুরের বোপারা-নাহিদ বেশ ভাল ব্যাটিং করেছেন। ম্যাচ শেষে তাদের প্রসংশাও করতে ভুললেন না খুলনার অধিনায়ক। তাদের প্রশংসা করে রিয়াদ বলেন, ‘একটা ম্যাচ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বেড়ে যায়। বিষয়টা হলো, টি-টোয়েন্টি ক্রিকেটে বোলাররা বল করবে। হয়তো চার-ছক্কা হবে; কিন্তু আপনি এটা কতটা পজেটিভলি নিচ্ছেন, সেটাই ব্যাপার। আপনার শরীরি ভাষা কেমন এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা জানি যে, ওরা খুব শক্তিশালী ব্যাটিং নির্ভর দল। ওদের টপ অর্ডারে রবি বোপারা খুব ভাল বল করেছে। নিয়মিত রান করছে। ওদের নাহিদ আজকে ফাস্ট ম্যাচ খেললো এই আসরে। খুব ভাল ব্যাট করলো।’ একটা ম্যাচ জেতার জন্য পরিকল্পনাটাই মূল বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে, ‘আমার মনে হয়, যদি পরিকল্পনা মত বল করতে পারি তাহলে ঠিক আছে। কারণ হচ্ছে, ব্যাটসম্যানরাই মারবে। তখন হয়তো সবসময় সামলে নেয়া যাবে না। আপনি যদি প্ল্যানের বাইরে বল করেন সেটা আপনাকে সাহায্য করবে না। সেটা আপনাকে বা দলকে কাউকেই সাহায্য করবে না। কাজেই প্ল্যানিংটাই গুরুত্বপূর্ণ।’
এমএএন/আইএইচএস/এমএস
Advertisement