অর্থনীতি

গাজীপুরে প্রি-পেইড ইলেকট্রিক মিটার ফ্যাক্টরি উদ্বোধন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, আগামী দুই বছরে দেশে দুই কোটি বৈদ্যুতিক মিটারের প্রয়োজন হবে। ২০২০ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। আর এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। এ সময়ের মধ্যে দেশে তিন কোটি মিটারের প্রয়োজন। আগামী দুই বছরে শতকরা ৭০ ভাগ মিটার উৎপাদন সম্ভব হবে। শনিবার গাজীপুরে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড প্রাঙ্গনে প্রি-পেমেন্ট ডিজিটাল ইলেকট্রিক মিটার ফ্যাক্টরির উদ্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তাই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে দাম কমানো হচ্ছে না। ভর্তুকির টাকা সমন্বয় করা হলে ভবিষ্যতে জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের চিন্তা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল ও বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লে. জেনারেল আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী। পরে মন্ত্রী বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড প্রাঙ্গনে একটি নিম গাছের চারা রোপণ করেন।অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ জানান, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট প্রাথমিক পর্যায়ে প্রি-পেমেন্ট ডিজিটাল ইলেকট্রিক মিটার সংযোগ ও টেস্টিং ফ্যাক্টরি স্থাপন করেছে। চীনা প্রযুক্তি নির্ভর এই ফ্যাক্টরি ওয়েস্টর্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেড এবং বিডিপি লি. এর যৌথ উদ্যোগে গঠিত হয়েছে। বর্তমানে স্থাপিত প্ল্যান্টে প্রতিদিন ৬৫০টি মিটার সংযোজন  ও টেস্ট করা সম্ভব হবে।অনুষ্ঠানে বিদ্যুৎ ডিডিবি, ডিপিডিসি, ডেসকো ও আরইবি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাসদর, রাজেন্দ্রপুর ও গাজীপুর সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।                        মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর

Advertisement