ঘরের মাঠে দ.আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে প্রিয় টাইগাররা। সে খেলা মাঠে বসে উপভোগ করতে প্রয়োজন একটি টিকেটের। এদিকে শনিবার সকাল থেকে আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে আগের মত আবারও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন টিকিট প্রত্যাশীরা।দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজ ঘিরেও টাইগার সমর্থকদের উন্মাদনা আকাশ ছোঁয়া। সকাল ১০টায় বিক্রি শুরু হলেও, টিকিটের জন্য রাত থেকেই লাইনে দাঁড়ান অনেকেই।তবে আবারো অনিয়মের অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা। অনেক সমর্থক অভিযোগ করেন অর্থের বিনিময়ে অনেককেই লাইনে প্রবেশের সুযোগ করে দেয় পুলিশ। পাশাপাশি লাইনে দাঁড়িয়ে থাকাদের কাছ থেকেও স্থানীয়দের চাঁদা আদায়ের অভিযোগ করেন অনেকেই।এদিকে দর্শকদের চাপ সামলাতে হিমশিম খাওয়া পুলিশ সুশৃঙ্খলভাবে টিকিট দেয়ার জন্য বাঁশের বেড়া দেয়ার দাবি জানিয়েছেন।এমআর/পিআর
Advertisement