খেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে মাশরাফির রংপুর রাইডার্স

চট্টগ্রামে খুলনা টাইটান্সের ছুঁড়ে দেয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান করেছে তারা।

Advertisement

ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামের ওপেনিং জুটিটা জমছে না তেমন। ম্যাককালাম ২ আর গেইল ফিরেছেন ১৬ রান করে। এরপর মোহাম্মদ মিঠুন (৩) আর ফজলে মাহমুদও (৬) বেশিক্ষণ টিকতে পারেননি।

উদ্বোধনী জুটিতে ৪ রান উঠতেই অফস্পিনার আফিফ হোসেনকে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ধরা পড়েছেন ম্যাককালাম। গেইল অবশ্য ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন। কিন্তু ৯ বলে ১৬ রান করে আবু জায়েদ রাহির অফস্ট্যাম্পের বাইরের একটি খোঁচা দিয়ে উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়েছেন ক্যারিবিয় ওপেনার।

খুলনার পক্ষে দুটি উইকেট নিয়েছেন আফিফ হোসেন। একটি নিয়েছেন আবু জায়েদ রাহি।

Advertisement

এর আগে, মাহমুদউল্লাহ রিয়াদেরর ৩৬ বলে ৫৯ রানের বিধ্বংসী এক ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৮ রানের পুঁজি পায় খুলনা টাইটান্স।

রংপুরের বোলিংয়ের সামনে খুলনার আর কোনো ব্যাটসম্যান সেভাবে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। ২৪ রানে ২ উইকেট হারানো দলকে বলতে গেলে একাই টেনে নিয়েছেন মাহমুদউল্লাহ। বাকিরা টুকটাক অবদান রেখেছেন, কিন্তু কেউই ২০ রানের বেশি করতে পারেননি।

বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ৪ বলে করেন ১১ রান। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান করেন ২০ বলে ১৬। ক্যারিবিয়দের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক কার্লোস ব্রেথওয়েটও ৬ বলে ১১ রানের বেশি এগুতে পারেননি। বিদেশিরা আর দেশিদের সঙ্গে পারলেন কই!

সেই তুলনায় ওপেনিংয়ে নেমে খারাপ করেননি নাজমুল হোসেন শান্ত। ২০ বলে তিনি করেছেন ২০ রান। ৭ বলে ৯ রান করেছেন আফিফ হোসেন। ১৫ বলে ১৬ রান আরিফুল হকের।

Advertisement

রংপুর রাইডার্সের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। ২টি লাসিথ মালিঙ্গা। আর একটি করে উইকেট পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী আর থিসারা পেরেরা।

এমএমআর/এমএস