খেলাধুলা

সব বাধা পেরিয়ে...

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের তৃতীয় পর্ব বসছে বন্দর নগরী চট্টগ্রামে। প্রচার-প্রচারণা তেমন না থাকলেও চট্টগ্রামের দর্শকদের মধ্যে দেখা গিয়েছে প্রচুর আগ্রহ। স্বাগতিক দলের খেলা আজ সন্ধ্যায়। তার ওপর শুক্রবার। সুতরাং, দুপুরের পর থেকেই দর্শকে পরিপূর্ণ জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের গ্যালারি।

Advertisement

এমনটা যে হবে, তা আগে থেকেই টের পাওয়া যাচ্ছিলো। টিকেট বিক্রি শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই, টিকেট বুথ থেকে বার বার মাইকে ঘোষণা আসতে শুরু করে, ‘২৮ তারিখের আগ পর্যন্ত গ্যালারির সব টিকেট বিক্রি হয়ে গেছে। এখন শুধু ১০০০, ২০০০ টাকার টিকেট রয়েছে।’

টিকেটের এমন সঙ্কটের জন্য অনেকেই চাইলেও খেলা দেখতে পারছেন না। হতাশ হয়ে এর-ওর কাছে তদবির করছেন একটি মাত্র টিকিটের জন্য। তবে ভিন্ন দৃশ্য দেখা গেল স্টেডিয়ামের পাশে নিরিবিলি অংশগুলোতে!

তরুণ বয়সটা এমনিতেই সব বাধা পেরিয়ে যাওয়ার সময়। এই সময়টায় সকল অন্যাকেই মনে হয় যেন ‘ন্যায়’। কোন বাধাই তাদের সামনে বাধা নয়। তারুণ্যের উচ্ছলতা বয়স চাপিয়ে উঠে যায় অনেক উপরে। এমনটাই যেন ঘটেছিল স্টেডিয়ামের আশ-পাশের কিছু জায়গায়। টিকিট না পেলে কী বিপিএলের উন্মাদনা থেমে যাবে!

Advertisement

যাবে না। সে কারণেই কয়েকজন তরুণ আর কিশোরকে দেখা গেল, স্টেডিয়ামের সীমানা প্রাচীর লাগোয়া গাছ বেয়ে লাফিয়ে লাফিয়ে পড়ছিল সীমানার ভেতর। এরপর বন্ধ গেটগুলোর নীচের অংশ ফাঁকা করে জীবনের ঝুঁকি নিয়ে ঢুকে যাচ্ছে গ্যালারিতে।

জাগো নিউজের এই প্রতিবেদকের ক্যামেরায় এমন দুটি দৃশ্য ধরা পড়েছে। পূর্ব গ্যালারির পাশে আর স্টেডিয়ামের ভেতরের পুকুর পাড় ধরে ভেতরে এসব তরুণদের দেখা যায় এভাবে প্রবেশ করতে। এমন এক তরুণের সাথে কথা বলার চেষ্টা করেন এই প্রতিবেদক। তিনি জাগো নিউজকে বলেন, ‘টিকিটের অনেক দাম। তারপরও সেটা পাওয়া যায় না। কিন্তু চিটাগংয়ের খেলা মিস করতেও ইচ্ছা করে না। কী আর করার। সুতরং, এভাবেই স্টেডিয়ামে ঢুকছি।’

পুকুর পাড়ের একটি কলাপসিকল গেট ফাঁকা করে কয়েকজন কিশোর প্রবেশ করছিল স্টেডিয়ামের গ্যালারিতে। এ সময় এক পুলিশ সদস্য দেখে ফেলে তা। শিশুগুলোতে ধাওয়া করেন তিনি। সেই পুলিশ সদস্যের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জাগো নিউজকে বলেন, ‘প্রায় ৫০ জনের মত এভাবে গ্যালারিতে ঢুকে পড়েছে। কিই বা করার আছে বলেন? আমরা চেষ্টা করি, টিকিট ছাড়া কেউ যেন না প্রবেশ করে। কিন্তু একদিকে টিকিটের অপ্রতুলতা, অন্যদিকে চিটাগংয়ের খেলা। বাধ তো মানছে না।’

মাঠের দর্শক ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। প্রচুর দর্শক টিকিট কিনে প্রবেশ করেছেন মাঠে। গেইল-ম্যাককালামদের ব্যাটিংয়ের পর তারা নিজ শহর চিটাগংয়ের খেলা দেখতে মুখিয়ে। এই বিশাল দর্শকের মাঝে রয়েছে এমন কিছু ‘দেয়াল ভাঙ্গা’ তরুণ এবং কিশোর।

Advertisement

এমএএন/আইএইচএস/পিআর