খেলাধুলা

মৌসুম শেষেই মূল্যহীন মেসি-বুফন-সানচেজরা!

ব্ল্যাক ফ্রাই ডে। ক্রিসমাসের প্রস্তুতি শুরু আজ থেকে। মাদ্রিদ ভিত্তিক জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা তাদের পাঠকদের জন্য এই দিনই হাজির করেছে এমন এক উপহার নিয়ে, যা একটি চমক নিয়েই হাজির হয়েছে বলতে গেলে।

Advertisement

মার্কা খুঁজে বের করেছে এমন ফুটবলারদের, চলতি মৌসুম শেষেই যাদের নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। যে তালিকায় রয়েছেন বার্সেলোনার মহা তারকা খোদ লিওনেল মেসি। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে আরও রথি-মহারথির নাম। জিয়ানলুইজি বুফন, আলেক্সিজ সানচেজ, ইকার ক্যাসিয়াস, জ্যাক উইলশেয়ার থেকে শুরু করে মোট ৩৭জন ফুটবলারের নাম।

যে সব ফুটবলার নিজের ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন, আর ক্লাবকে সার্ভিস দিতে পারবেন না, কিংবা ফুটবলকে বিদায় জানানোর একেবারে শেষ মুহূর্তে, তাদের সঙ্গেই মূলত ক্লাবগুলো আর চুক্তি করতে চাইছে না। কিংবা সংশ্লিষ্ট ফুটবলার আর নিজের ক্লাবে থাকতে চাইছেন না।

যদিও এই তালিকায় লিওনেল মেসিকে এই তালিকায় দেখে অবাকই হতে হবে সবাইকে। কারণ, বার্সেলোনার জন্য মেসি এমন এক নিউক্লিয়াস, যাকে ত্যাগ করলে খোদ বার্সারই অধঃপতন ঘটবে। অন্যদিকে মেসিও চান না বার্সাকে ছেড়ে যেতে। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে, মেসির সঙ্গে চুক্তির বিষয়টা নবায়ন করছে না বার্সা।

Advertisement

অনেকেরই ধারনা, আগামী বছর জুলাইয়ে বার্সার সঙ্গে নতুন করে দরদাম করবেন হয়তো মেসি। সে কারণেই বার্সা চাইলেও তিনি চুক্তিতে স্বাক্ষর করছেন না। অন্য যে কোনো ক্লাবেও যদি মেসি যেতে চান, তাহলে হয়তোবা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পারিশ্রমিকের চুক্তিটিই করতে পারেন তিনি। যা ছাড়িয়ে যাবে পিএসজিতে নেইমারের বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরোর রেকর্ডও ছাড়িয়ে যাবে।

শুধু মেসিই নয়, আগামী মৌসুম শেষে যাদের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, নতুন করে চুক্তিও হচ্ছে না, তাদের মধ্যে রয়েছেন আর্সেনালের নামকরা কয়েকজন ফুটবলার। আলেক্সিস সানচেজ, মেসুত ওজিল, জ্যাক উইলশেয়ার, জুভেন্তাস কিংবদন্তি জিয়ানলুইজি বুফন, অ্যাটলেটিকো মাদ্রিদের হুয়ানফ্রান, ফ্রার্নান্দো তোরেস, পিএসজির থিয়াগো মোত্তা, বায়ার্নের রিবেরি, অ্যারিয়েন রোবেন, ম্যানইউর হুয়ান মাতা, জ্লাতান ইব্রাহিমোভিচ, লুক শ, ম্যানসিটির ফার্নান্দিনহো, ইন্টারমিলানের মিরান্ডা, পোর্তোর ক্যাসিয়াস, ন্যাপোলির পেপ রেইনা।

তবে, মেসিছাড়া বাকি যারা আছে, তাদের মধ্যে সবাই কিন্তু তারকাও নন। কারও ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে। তবুও, মার্কার রিপোর্টে যে ৩৭ জনের নাম দেয়া আছে, তাদের মধ্য থেকে সেরা একাদশ গঠন করেছে মাদ্রিদের পত্রিকাটি।

সেই একাদশ দেখলে ভয় পেয়ে যাবে খোদ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাও। এই একাদশে থাকবে লিওনেল মেসি, আলেক্সিস সানচেজ, মেসুত ওজিল, অ্যান্ডার হেরেরা, ড্যালি ব্লিন্ড, মিরান্ডা, হুয়ানফ্রানসহ অনেক বড় বড় তারকা।

Advertisement

মার্কার কাছে আগামী মৌসুম শেষে স্ব স্ব ক্লাবে মূল্যহীনদের নিয়ে গড়া একাদশ গোলরক্ষক : কেপা (অ্যাথলেটিক বিলবাও)ডিফেন্ডার : ড্যালি ব্লিন্ড, কিয়েল্লিনি, মিরান্ডা, জুয়ানফ্রানমিডফিল্ডার : গোরেৎসকা, এমরি ক্যান, অ্যান্ডার হেরেরাফরোয়ার্ড : আলেক্সিস সানচেজ, মেসি, ওজিল

আইএইচএস/আইআই