জাতীয়

৮ বছরে ৪৬ মৃতপ্রায় নদ-নদীর ড্রেজিং

গত ৮ বছরে দেশের ৪৬টি মৃতপ্রায় নদ-নদী ড্রেজিং (খনন) করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

Advertisement

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী নদ-নদীগুলো হলো (১) মেঘনার (আলুবাজার-হরিণাঘাট), (২) আড়িয়াল খাঁ, (৩) গোমতী, (৪) কীর্তনখোলা, (৫) কুশিয়ারা, (৬) ব্রহ্মপুত্র, (৭) মোংলা-ঘাষিয়াখালি চ্যানেল, (৮) ইছামতি, (৯) মগরা, (১০) কংস, (১১) মধুমতি, (১২) ডাকাতিয়া, (১৩) তেঁতুলিয়া, (১৪) কালাবদর, (১৫) যমুনা, (১৬) হুরাসাগর, (১৭) বড়াল, (১৮) লোহালিয়া, (১৯) সুরমা, (২০) গাবখান খাল, (২১) বালু, (২২) কুমার, (২৩) আপার কুমার, (২৪) লোহার কুমার, (২৫) খাগদোন, (২৬) তালতলা খাল, (২৭) কালিগঙ্গা, (২৮) তিতাস, (২৯) ধলেশ্বরী, (৩০) মনুমুখ, (৩১) ভৈরব, (৩২) আত্রাই, (৩৩) লালমোহন, (৩৪) পোনা, (৩৫) বাউলাই, (৩৬) ধলেশ্বরী, (৩৭) সন্ধ্যা, (৩৮) লালং, (৩৯) বিষখালী, (৪০) শীতলক্ষ্যা, (৪১) তুরাগ, (৪২) লাউকাঠি, (৪৩) মুখাইনগর নালা, (৪৪) শৈলাদহ, (৪৫) কীর্তিনাশা, (৪৬) ভোরাদিয়া।

নারী আসন-২৩ এর সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, বর্তমানে বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের) অধীনে অভ্যন্তরীণ ২৯টি নৌবন্দর রয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী আরো জানান, বর্তমানে দেশে মোট ২৩টি স্থলবন্দর রয়েছে।

Advertisement

এগুলো হলো- (১) বেনাপোল স্থলবন্দর, (২) বুড়িমারী স্থলবন্দর, (৩) আখাউড়া স্থলবন্দর, (৪) সোনাসমজিদ স্থলবন্দর, (৫) হিলি স্থলবন্দর, (৬) ভোমরা স্থলবন্দর, (৭) বাংলাবান্ধা স্থলবন্দর, (৮) বিরল স্থলবন্দর, (৯) টেকনাফ স্থলবন্দর, (১০) তামাবিল স্থলবন্দর, (১১) গোবড়াকুড়া-কড়ইতলী স্থলবন্দর, (১২) বিবির বাজার স্থলবন্দর, (১৩) দর্শনা স্থলবন্দর, (১৪) বিলোনিয়া স্থলবন্দর, (১৫) নাকুগাঁও স্থলবন্দর, (১৬) রামগড় স্থলবন্দর, (১৭) সোনাহাটি স্থলবন্দর, (১৮) তেগামুখ স্থলবন্দর, (১৯) চিলাহাটি স্থলবন্দর, (২০) দৌলতগঞ্জ স্থলবন্দর, (২১) ধানুয়া কামালপুর স্থলবন্দর, (২২) শেওলা স্থলবন্দর এবং (২৩) বাল্লা স্থলবন্দর।

এইচএস/জেডেএ/আইআই