৭ ম্যাচ খেলে চার জয় ও ২ পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে খুলনা টাইটান্স। হাতে তাদের আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। একটু এদিক-সেদিক হলেই শেষ হয়ে যাবে সুপার ফোরে যাবার স্বপ্ন। তাই প্রতিটি ম্যাচ নিয়ে ম্যাচ বাই ম্যাচই ভাবছেন দলটির অভিজ্ঞ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
Advertisement
মাহমুদউল্লাহ রিয়াদের চোখে পয়েন্ট টেবিলটা খুবই ইন্টারেস্টিং। বলেও ফেললেন তাই, ' পয়েন্ট টেবিলটা এখন খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এখন প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই ভালো। সবগুলো দলই বেশ শক্তিশালী।'
টেবিলের তিনে থাকা মাহমুদউল্লাহর খুলনা কাল (শুক্রবার) মুখোমুখি হবে মাশরাফির রংপুর রাইডার্সের। রংপুরের প্রশংসার পাশাপাশি নিজেদের ভালো খেলার তাগিদও দিলেন তিনি। তিনি বলেন, 'রংপুর বেশ ভালো টিম, তারা ভালো ক্রিকেট খেলছে। আমাদেরকেও ভালো ক্রিকেট খেলতে হবে।'
রংপুর দলে রয়েছে ক্রিস গেইল, ম্যাককালাম, মালিঙ্গার মত বড় মাপের ক্রিকেটার। তাদেরকে সামলানোর জন্য ভালো ক্রিকেটটাই খেলতে চান মাহমুদউল্লাহ, বাড়তি কোন প্ল্যান নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বড় নাম থাকাটাই তো স্বাভাবিক ব্যাপার। তাদের দলেও বেশ কয়েকজন বড় ক্রিকেটার আছে। তাদেরকে হারাতে হলে আমাদেরকে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।'
Advertisement
এমএএন/এমআর/পিআর