রাজনীতি

খালেদাকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান সুরঞ্জিতের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামায়াতের সঙ্গ ত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, উনি (খালেদা) আগে মনস্থির করুক উগ্রবাদী-জঙ্গিবাদী রাজনীতি করবেন, না গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করবেন। আর গণতান্ত্রিক পথে রাজনীতি করতে গেলে উনাকে আগে উগ্রবাদী জামায়াতের সঙ্গ পরিত্যাগ করতে হবে।সুরঞ্জিত সেন গুপ্ত শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন। চলমান রাজনীতি বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ।আয়োজক সংগঠনের সভাপতি মোসলেহউদ্দিন মসুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক নারায়ণ দেবনাথ, তরুণ লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদেশ্যে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, উনি (খালেদা জিয়া) তো অনেক কথাই বলছেন। সরকার নির্বাচন দিতে ভয় পায়, পালিয়ে গিয়ে লুকাবারও জায়গা পাবে না। কিন্তু উনি তো নিজেই নির্বাচন করতে ভয় পান। নির্বাচন এলে পালিয়ে বেড়ান।নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে বিশ্বব্যাংকের এমন স্বীকৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, আমরা জানতাম না যে, বিশ্বব্যাংক এ কথা বলতে পারবে। যারা পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে টাকা ফেরত নিল। তারা এই স্বীকৃতি দিল। আসলে কেউ কিছু অর্জন করলে অর্জন স্বীকার করতে হয়। এর পেছনে যিনি রয়েছেন, যিনি নিরলস-অবিচলভাবে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একক কৃতিত্ব তার।এএসএস/এসএইচএস/আরআই

Advertisement