প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি ছবিসহ পোস্ট দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের স্ত্রীর রুবানা হক। পোস্টটিতে তিনি লিখেছেন, আশা করি এই ছবি সব গুজবের অবসান ঘটাবে। এ ছাড়া তাদের দুর্দিনে প্রধানমন্ত্রী পাশে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতাও জানান রুবানা হক।
Advertisement
রুবানা হক লিখেছেন, ‘আমি সাধারণত ফেসবুকে ছবি দিতে সংকোচবোধ করি, কিন্তু আনিসকে নিয়ে গুজবের অবসান ঘটাতে আমি এই ছবি পোস্ট করতে বাধ্য হয়েছি। এটা খুবই দুঃখজনক যে, আনিসকে নিয়ে গুজব ছড়িয়ে কিছু মহল সুবিধা নিচ্ছে।’
প্রধানমন্ত্রী তাদের পাশে আছে জানিয়ে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে আমাদের সঙ্গে শুধু দেখাই করেননি, কয়েকদিন আগে আমি ঢাকায় গিয়েও তার সঙ্গে দেখা করেছি। আমাদের এই দুর্দিনে তিনি যে অসামান্য সহযোগিতার হাত বাড়িয়ে, তাতে তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ ও ঋণী।’
তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন রুবানা হক।
Advertisement
উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালীর প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভাল। ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে।
এআরএস/পিআর