গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্নস্থানে একই দিনে কুকুরের কামড়ে কমপক্ষে ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর, খঞ্জনা ও বালীগাঁও গ্রামে কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, মুনশুরপুর গ্রামের স্বজল মিয়ার ছেলে প্রাচুর্য্য (৪), স্বপন হোসেনের ছেলে মিজানুর রহমান (১০), হরিন্দ্র চন্দ্র দাসের ছেলে দীপক (৩৪), খঞ্জনা গ্রামের মো. রানা মিয়ার ছেলে মোবারক হোসেন (৬), জামান মিয়ার ছেলে আবিদ হাসান (৭) ও বালীগাঁও গ্রামের আব্দুস সামাদের ছেলে সাজীদ হোসেন (৮), আবুল খায়ের কোম্পানির শ্রমিক মো. হাবিবুর রহমান (৩১) এবং কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর আরএন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল আলম। এরা প্রত্যেকেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়রা জানায়, পৌর এলাকায় বেশ কিছু দিন যাবত বেওয়ারিশ কুকুরের উৎপাত থাকলেও এগুলো নিধনের ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, কুকুর নিধনের বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, ভুক্তভোগীরা জানান, সরকার স্বাস্থ্য খাতে এত টাকা বরাদ্দ দিলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ের কেনো ভ্যাকসিন নেই। যার ফলে তাদের বাহির থেকে ভ্যাকসিন কিনে নিতে হচ্ছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মুনিরা বেগম জানান, কুকুরের কামড়ের ভ্যাকসিন শুধুমাত্র মহাখালী হাসপাতালে পাওয়া যায়। অন্য কোনো হাসপাতালে তা পাওয়া যায় না বলেও জানান তিনি।আব্দুর রহমান আরমান/এআরএ/আরআই
Advertisement