আন্তর্জাতিক

‘বসনিয়ার কসাই’ ম্লাদিচের যাবজ্জীবন কারাদণ্ড

বসনিয়ার সাবেক সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যুদ্ধাপরাধের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল।

Advertisement

বুধবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়। রাতকো ম্লাদিচের বিরুদ্ধে আনিত ১১টি অভিযোগের মধ্যে ১০টিতে তাকে এ সাজা দেয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না সাবেক এই সার্ব বাহিনীর প্রধান। বিচারকদের বিরুদ্ধে চেঁচামেচি করার কারণে তাকে সরিয়ে নেয়া হয়।

তবে ট্রাইব্যুনালে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন ম্লাদিচ। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

Advertisement

গত শতকের নব্বইয়ের দশকে প্রায় আট হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ম্লাদিচের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।

১৯৯৫ সাল থেকেই পলাতক ছিলেন ম্লাদিচ। ২০১১ সালের মে মাসে সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিএ

Advertisement