কুয়েতে নিয়োজিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) উদ্যোগে উৎসবমুখর পরিবেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিএমসি সদর দফতর সোবহানে এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Advertisement
অনুষ্ঠানের শুরুতে বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ দিবসে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
উপস্থিত ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল খালিদ মুদাহী আল সাম্মেরীসহ সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে ও কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা।
বিএমসির সদস্যরা শরীরচর্চা, কুচকাওয়াজ ও ব্যান্ড প্রদর্শনী করেন। পাশাপাশি ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসির কর্মকাণ্ডের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দিনটিকে স্মরণীয় রাখতে বিএমসি ম্যাগাজিন-২০১৭ নামে স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
Advertisement
এমআরএম/এমএস