খেলাধুলা

নিরাপত্তা বাধা পেরিয়ে প্রতিবন্ধী ভক্তের কাছে কোহলি

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কি শুধু একজন বড়মাপের খেলোয়াড়? তিনি বড় মনের মানুষও। অনেকবারই সেটার প্রমাণ পেয়েছেন ভক্ত-সমর্থকরা। তাদের আবদারের মুখে কখনও ‘না’ বলেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।

Advertisement

ভক্ত-সমর্থকদের অটোগ্রাফ, ফটোগ্রাফের আবদার কোহলি মেটান। আলাদা করে ভাবেন প্রতিবন্ধকতায় জীবন গড়ে উঠা মানুষগুলোর জন্য। ক’দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, হুইল চেয়ারে বসা শিশুদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন কোহলি।

এবার আরও একবার এমন এক ঘটনা দেখা গেল। কলকাতায় ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্টটি ড্র হওয়ার পর যার যার মতো ড্রেসিংরুমের দিকে ছুটছিলেন খেলোয়াড়রা। কোহলি ছুটলেন অন্য দিকে। ভারতীয় ব্যাটসম্যানের একটা অটোগ্রাফ কিংবা ফটোগ্রাফের আশায় মাঠের এক পাশেই যে অপেক্ষায় ছিলেন একজন প্রতিবন্ধী সমর্থক!

ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা না করে কোহলি তার কাছে গেলেন, প্রতিবন্ধী ভক্তের সঙ্গে হাত মেলালেন, এরপর তুললেন ছবিও। পুরো ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একবার ভাইরাল। মাঠের রাজা মাঠের বাইরেও যে সমান জনপ্রিয়!

Advertisement

এমএমআর/এমএস