খেলাধুলা

রংপুর রাইডার্স আর মাশরাফির জরিমানা

মঙ্গলবার শ্বাসরুদ্ধকর দুটি ম্যাচ উপভোগ করেছেন বিপিএলের দর্শকরা। তবে প্রথম ম্যাচটির নাটকীয়তাকে যেন ছাড়িয়েই গিয়েছিল রংপুর রাইডার্স আর ঢাকা ডায়মাইটসের রাতের লড়াইটি। যে লড়াইয়ে মাশরাফি বিন মর্তুজার ক্ষুরধার নেতৃত্বে ১৪২ রানের পুঁজি নিয়েও শক্তিশালী ঢাকাকে হারিয়ে দেয় রংপুর।

Advertisement

তবে ম্যাচ জিতলেও জরিমানার কবলে পড়তে হচ্ছে মাশরাফি বিন মর্তুজা আর তার দলকে। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে বোলিং পরিবর্তন আর ফিল্ড প্লেসিংয়ে একটু বেশিই সময় নিয়েছিলেন মাশরাফি। ফলে নির্ধারিত সময়ে তার দল দুই ওভার পিছিয়ে ছিল। স্লো ওভার রেটের দায়ে ম্যাচ রেফারি সামিউর রহমান রংপুরকে জরিমানা করেছেন।

বিসিবির আচরণবিধিতে স্লো ওভার রেটের জন্য দলের খেলোয়াড়দের প্রতি ওভারে ১০ ভাগ জরিমানার বিধান রয়েছে, আর অধিনায়কের তার দ্বিগুণ। স্বভাবতই অধিনায়ক হিসেবে দুই ওভার দেরি করায় ম্যাচ ফির ৪০ ভাগ কেটে নেয়া হয়েছে মাশরাফির। বাকি খেলোয়াড়দের কাটা পড়েছে ২০ ভাগ করে।

মাশরাফি তার ভুল স্বীকার করে নিয়েছেন। মেনে নিয়েছেন শাস্তিও। ফলে নতুন করে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Advertisement

এমএমআর/এমএস